৩দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন
৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের বঙ্গবন্ধু মঞ্চে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাংসদ ডাঃ সামিল উদ্দিন আহম্মেদ শিমুল, তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) প্রভাষ চন্দ্র রায়, পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, জাতীয় মহিলা সংস্থা জেলা শাখার চেয়ারম্যান আলহাজ এ্যাড. ইয়াসমীন সুলতানা রুমা, জাতীয় মহিলা সংস্থার শিবগঞ্জ শাখার চেয়ারম্যান মোসাঃ শিউলি বেগম।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। শেষে মেলার স্টলগুলো পরিদর্শণ করেন অতিথিগণ।
মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক মোসাঃ সাহিদা আকতারসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তা, প্রশিক্ষনার্থী, নারী উদ্যোক্তাগণ ও জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার পরিচালনায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রকল্পটি জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় বাস্তবায়ন করা হচ্ছে। ৩ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আয়োজিত এই নারী উদ্যোক্তা বেলায় ৮০টি স্টল রয়েছে।