মহানন্দা নদীতে এক শিশুর মৃত্যু ও আরেক শিশু নিখোঁজ

বস্তা ধোয়া শেষ করে গোসল করার সময় মাহমুদুল্লাহ ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে সিফাতও ডুবে যায়

মহানন্দা নদীতে এক শিশুর মৃত্যু ও আরেক শিশু নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসলে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরেক শিশু নিখোঁজ রয়েছে। মঙ্গলবার দুপুরে জেলার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজীপাড়া নতুনপাড়া ঘাটে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশু কাজীপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মাহমুদুল্লাহ (৯) এবং নিখোঁজ থাকা শিশু মাহমুদুল্লার আপন চাচাতো ভাই আব্দুল হানিফের ছেলে সিফাত (১৩)।

সদর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন ও স্থানীয় ইউপি সদস্য মো. কামাল উদ্দিন জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে আপন দুই চাচাতো ভাই মাহমুদুল্লাহ ও সিফাত সিমেন্টের বস্তা পরিষ্কার করার জন্য নদীর ঘাটে গিয়েছিল। তারা বস্তা ধোয়া শেষ করে গোসল করার সময় মাহমুদুল্লাহ ডুবে যেতে থাকলে তাকে বাঁচাতে গিয়ে সিফাতও ডুবে যায়। পরিবারের লোকজন তাদের ফিরতে দেরি দেখে নদীতে খোঁজাখুঁজি শুরু করে। এর একপর্যায়ে বিকেল সাড়ে ৩টার দিকে মাহমুদুল্লাহর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪ জন ডুবুরিসহ ৭ সদস্যের একটি দল রাজশাহী থেকে এসে বিকেল ৪টার দিকে সিফাতকে উদ্ধারে অভিযান শুরু করে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নিখোঁজ সিফাতকে খুঁজে পাওয়া যায়নি। ৪ জন ডুবুরিসহ ৭ জনের একটি টিম চাঁপাইনবাবগঞ্জে অবস্থান করছে। আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে আবারো উদ্ধার অভিযান শুরু করা হবে।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন- উদ্ধার অভিযানে আমি ছিলাম। ঘটনাস্থলের ভাটিতে পাহারায় থাকবে। যদি মরদেহ ভেসে ওঠে তাহলে উদ্ধার করা হবে। আর যদি না ওঠে তাহলে বুধবার সকাল ৮টা থেকে ডুবুরিদল আবারো উদ্ধার কাজ শুরু করবে।