চাঁপাইনবাবগঞ্জের তিনটি ব্রিজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার প্রধানমন্ত্রীর উদ্বোধন উপলক্ষে সারাদেশের জেলা প্রশাসন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়

চাঁপাইনবাবগঞ্জের তিনটি ব্রিজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪টি মন্ত্রণালয়/বিভাগের ১৭ হাজার ৪৭১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ১৫টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন। মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব অবকাঠামো উদ্বোধন করেন তিনি।

এসব অবকাঠামোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের নবনির্মিত তিনটি ব্রিজও রয়েছে। স্থানীয় সরকার বিভাগের আওতায় ব্রিজ তিনটি নির্মাণ করা হয়েছে। এতে মোট ব্যয় হয়েছে ৪৩ কোটি ৫৩ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ব্রিজ তিনটি নির্মাণ করেছে। ব্রিজ তিনটি হচ্ছে জেলার সদর উপজেলার মরাপাগলা নদীর ওপর ২১০.২০ মিটার দৈর্ঘ্যরে পিসি গার্ডার ব্রিজ, শিবগঞ্জ উপজেলার মরাপাগলা নদীর ওপর তর্তিপুর ঘাটে নির্মিত ১৫৬.২০ মিটার দৈর্ঘ্যরে পিসি গার্ডার ব্রিজ ও জেলার গোমস্তাপুর উপজেলার পুনর্ভবা নদীর ওপর ১৮২.০০ মিটার দৈর্ঘ্যরে আরসিসি গার্ডার ব্রিজ।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর উদ্বোধন উপলক্ষে সারাদেশের জেলা প্রশাসন ভিডিও কনফারেন্সে যুক্ত হয়।

চাঁপাইনবাবগঞ্জ প্রান্তে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ, শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমানসহ সকল উপজেলা নির্বাহী অফিসার, জেলার সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষকগণ।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা কমপ্লেক্স, জেলার বিভিন্ন উপজেলায় নির্মিত শিক্ষাপ্রতিষ্ঠান ভবন ও ব্রিজ-কালভার্টের শুভ উদ্বোধন করা হয়।