বৈষম্যমুক্ত বাংলাদশ বিনির্মান ও গুজব প্রতিরাধে চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক মতবিনিময়

বৈষম্যমুক্ত বাংলাদশ বিনির্মান ও গুজব প্রতিরাধ গণমাধ্যমর ভূমিকা বিষয় গণমাধ্যমকর্মীদর অংশগ্রহণে মতবিনিময় সভা

বৈষম্যমুক্ত বাংলাদশ বিনির্মান ও গুজব প্রতিরাধে চাঁপাইনবাবগঞ্জে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক মতবিনিময়

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার:বৈষম্যমুক্ত বাংলাদশ বিনির্মান ও গুজব প্রতিরাধ গণমাধ্যমর ভূমিকা বিষয় গণমাধ্যমকর্মীদর অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে চাঁপাইনবাবগঞ্জ। 

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল জলা প্রশাসকর সম্মলন কক্ষে এই মতবিনিময় হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলন জলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। সভায় সভাপতিত্ব করন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার মাঃ তহিদুজ্জামান। অতিথি ছিলন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মাঃ আতিকুর রহমান শাহ্, জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মন।

এসময় গণমাধ্যম কর্মীদর মধ্য বক্তব্য রাখন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মাস্তফা মুন্টু, চ্যানল আই’র জলা প্রতিনিধি ‘দৈনিক চাঁপাই দর্পণ’র প্রকাশক ও সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদর ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম রঞ্জু, যমুনা টেলিভিশনের প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, একাত্তর টিভির প্রতিনিধি একে.এস রোকন, নাগরিক টিভির প্রতিনিধি ফারুক আহমদ চৌধুরী, সাংবাদিক ডাবলু কুমার ঘাষ, ফয়সাল আজম অপু, জাকির হোসেন পিংকু, সাজদুল হক সাজুসহ অন্যরা। এসময় স্থামীয় ‘দনিক চাঁপাই দষ্টি’র সম্পাদক এমরান ফারুক মাসুম, ‘দৈনিক চাঁপাই চিত্র’র সম্পাদক মাঃ কামাল উদ্দীন, ‘দৈনিক গৌড় বাংলা’র ব্যাবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশিরসহ বিভিন জাতীয় পত্রিকা ও ইলক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলন। 

মতবিনিময় সভায় গুজব প্রতিরাধ সংবাদর লিখনী ও প্রকাশ বিভিন প্রতিবন্ধকতা এবং করনীয় নিয় আলাচনা ও পরামর্শ প্রদান করন জেলায় কর্মরত মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক জেলার সমস্যাগুলা সমাধানে সর্বাচ্চ গুরুত্ব দেয়ার আশ্বাস দেন এবং জেলার সকল কাজ এগিয় নিত মিডিয়াকর্মীদর আন্তরিক সহযোগীতা কামনা করন।