চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে কৃষ্ণপূজা গীতাপাঠ নামসংকীর্তন আলোচনা ও শোভাযাত্রাসহ নানা আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে কৃষ্ণপূজা, গীতাপাঠ, নামসংকীর্তন, আলোচনা ও শোভাযাত্রাসহ নানা আয়োজনে বুধবার শ্রীকৃষ্ণের ‘জন্মাষ্টমী’ উদযাপন করেছেন জেলার সনাতন ধর্মাবলম্বীরা।


সকাল ৯টায় চরজোতপ্রতাপ শ্রীশ্রীমুর্গামাতা মন্দিরপ্রাঙ্গনে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটি আলোচনা সভার অয়োজন করে। কমিটির সভাপতি শ্রী ল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। প্রধান আলোচক হিসেবে হিসেবে আলোচনা করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার ছাইদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ নরেশ চন্দ্র সরকার, স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, চিফজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জিসহ অন্যরা।


কৃষ্ণকথা নিয়ে আলোচনা করেন রাজশাহী সরকারি সিটি কলেজের পদার্থ বিদ্যাভিাগের প্রধান ও সহযোগী অধ্যাপক শ্রী জয় কুমার দাস। এসময় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলীপ রায়, মন্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প সহকারী মিলন কুমার দাস ও জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারুগোপাল পাল উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হুজরাপুরে গিয়ে শেষ হয়। সেখানে শোভাযাত্রায় অংশগ্রহণ করা সংগঠনগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে অুনষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডুসহ অন্যরা।