বাঘায় নারীদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক ও রিয়েন্টেশন

রাজশাহীর বাঘা উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে লিগ্যাল এইড এর মাধ্যমে টাকা প্রাপ্ত ক্লায়েন্টদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন

বাঘায় নারীদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক ও রিয়েন্টেশন

বাঘা রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে লিগ্যাল এইড এর মাধ্যমে টাকা প্রাপ্ত ক্লায়েন্টদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ই আগষ্ট) সকাল ১০ টায় ব্র্যাক বাঘা প্রশিক্ষন হল রুমে উপজেলার অফিসার সেলপ মোঃ মোমিনুল ইসলাম এর পরিচালনায় প্রধান রিসোর্স হিসেবে উপস্থিত ছিলেন কর্মসূচির রাজশাহী বিভাগীয় ডেপুটি ম্যানেজার--( মনিটরিং ইভাল্যুয়েশন একাউন্টাবিলিটি এন্ড লার্নিং (সেলপ) বিনাতন প্যাড্রিক টুডু। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ মমিনুল ইসলাম (সিও- সেলপ) বাঘা। 

ওরিয়েন্টেশনের মাধ্যমে অংশগ্রহণকারী ভুক্তভোগী নারীরা আর্থিক ব্যবস্থাপনার ঝুঁকি চিন্হিত করন, আয় বৃদ্ধি মুলক কাজ বা ক্ষুদ্র বিনিয়োগের সাথে যুক্ত হওয়ার গুরুত্ব ও উপায় খুঁজে বের করতে পারা এবং অতীত জীবনে যা ঘটে গেছে তা নিয়ে ভেঙে না পড়ে মনোবল বৃদ্ধির মাধ্যমে আর্থিক ক্ষমতায়নের দিকে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ডেপুটি ম্যানেজার( মিল) বিনাতন প্যাড্রিক টুডু বলেন সম্পদের মালিকানায় নারীদের প্রবেশাধিকার,পারিবারিক ও সামাজিক সিদ্ধান্ত গ্রহন প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহন বৃদ্ধিতে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের বিকল্প নেই। এই ওরিয়েন্টেশনের মাধ্যমে জীবন সংগ্রামে পিছিয়ে পড়া নারী গোষ্ঠী আর্থিক ভাবে স্বাবলম্বী হতে নিজের প্রতি আত্মবিশ্বাস খুঁজে পাবে এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করার অনুপ্রেরণা পাবে। 

পরিশেষে অংশগ্রহণকারীদের সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবার ধরন, মাসিক পারিবারিক বাজেট পরিকল্পনার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষন প্রদান করা হয়। ওরিয়েন্টেশনে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ভুক্তভোগী তাহমিনা খাতুন, রিয়া খাতুন, মিম খাতুন সহ প্রমুখ। অংশগ্রহণকারীগন এই ধরনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।