রাজশাহী মহানগরীর ঘোষপাড়ায় সংঘবদ্ধ হামলা ও ছিনতাই,আহত-১
রাজশাহীর বোয়ালিয়া থানার ঘোষপাড়া মোড়ে সংঘবদ্ধ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বোয়ালিয়া থানার ঘোষপাড়া মোড়ে সংঘবদ্ধ হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়ে মাসুদ রানা (৩২) নামের ভুক্তভোগী রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের ৮ নং ওয়ার্ড ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর ঘোষপাড়া মোড়ে এমন ঘটনা ঘটে।
ভুক্তভোগীর বড় ভাই রাসেল উদ্দীন (৩৫) এ ঘটনায় বোয়ালিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন পাঠানপাড়া এলাকার অনিক (২৪), জীবন (২৪), সাব্বির (২৪), স্বাধীন (১৯), নিলয় (১৯), সিজান (২০), আমান (১৯), বিশাল (২০) এবং আরও অজ্ঞাত ২০-২২ জন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোষপাড়া মোড়ের রমজান নামের এক ব্যক্তির চায়ের দোকানে বসে ছিলেন সাহানুর রহমান সিজ্জিন। এসময় একদল যুবক তাকে ঘিরে ধরে বাকবিতণ্ডার একপর্যায়ে মাথায় পিস্তল ঠেকিয়ে ছিনতাই ও অপহরণের চেষ্টা করে। তার কাছ থেকে চান্দি ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।
এ দৃশ্য দেখে এগিয়ে গেলে হামলাকারীরা মাসুদ রানাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার বাম হাতের একটি আঙুল কেটে পড়ে যায়, অন্যান্য আঙুল ঝুলে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত লাগে। তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়দের সহায়তায় মাসুদ রানাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
এ ঘটনায় বোয়ালিয়া থানায় তদন্ত কর্মকর্তা জানায় বিষয়টি তদন্ত করছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।