নাটোরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

নাটোর জেলায় ডিএনসি রাজশাহী গোয়েন্দা টিমের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে

নাটোরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন : নাটোর জেলায় ডিএনসি রাজশাহী গোয়েন্দা টিমের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন:সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন শেরখালী আদর্শপাড়া এলাকার মৃত-আকবার আলী নদীয়ার চাঁদ এর ছেলে নাসিম মোল্লা মদন (৬৫)।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান।

বিজ্ঞপ্তিতে আরও জানান,নাটোর জেলার সদর থানাধীন নাটোর হতে বনপাড়াগামী মহাসড়কে গতকাল মঙ্গলবার(২৪ ডিসেম্বর) রাত্রি ১১ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালে এম-কে পরিবহন নামে একটি বাস তল্লাশী করলে তাঁতের শাড়ীর ভাজের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৬ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারী নাসিম'কে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।