জুলাই বিপ্লব-২৪ উপলক্ষে ১৪ নং ওয়ার্ড প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
জুলাই বিপ্লব-২৪ উপলক্ষে শহীদদের স্মরণে রাজশাহী মহানগরীতে “১৪ নং ওয়ার্ড প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টে”র ফাইনাল খেলা সমাপ্তির মাধ্যমে পর্দা নামলো আজ
রাজশাহী প্রতিনিধি:জুলাই বিপ্লব-২৪ উপলক্ষে শহীদদের স্মরণে রাজশাহী মহানগরীতে “১৪ নং ওয়ার্ড প্রিমিয়ারলীগ ক্রিকেট টুর্নামেন্টে”র ফাইনাল খেলা সমাপ্তির মাধ্যমে পর্দা নামলো আজ। ১৭ জানুয়ারী বিকেলে রাজশাহী নগরীর তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামের উত্তর-পশ্চিম সাইডে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মদিনা এ্যান্টার প্রাইজ ও মাদারল্যান্ড এর মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাদারল্যান্ড টুর্নামেন্টের চ্যাম্পিয়নের শিরপা জেতে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামাতের সেক্রেটারি গোলাম মুর্তজা, মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আশরাফুল আলম ইমন, ১৪ নং ওয়ার্ড যুবদলের নেতা উজ্জ্বল আলী, জেলা যুবদলের নেতা তোফাজ্জল হোসেন শুভ আরও অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোবাশ্বের হোসেন,যুব নেতা ইমরান, যুবনেতা কাফি প্রমুখ।
টুর্নামেন্টের আয়োজক ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাসুম ও আতাউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এই প্রিমিয়ার ক্রিকেট লীগ অনুষ্ঠিত হয়েছে। এতে ৮ টি দল অংশগ্রহণ করে।
ফাইল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা বলেন, জুলাই বিপ্লব এক স্বৈরশাসককে বিতারিত করে দেশকে জালিমের হাত থেকে মুক্ত করেছে। এই আন্দোলনে শহীদের রক্তের উপর দাড়িয়ে থাকা এই বাংলাদেশে আর কোনো হানাহানি রক্তপাত দেখতে চাইনা। একটি সুন্দর সমাজ গড়তে যুবসমাজের মধ্যে এভাবে এ্যাকতাবদ্ধ থাকতে হবে।
পরে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো তেরখাদিয়া ফেলার মাঠের চতুর্পাশের শত শত দর্শক সমাদৃত হয় এবং খেলা উপভোগ করে।
ফাইল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথিরা বলেন, জুলাই বিপ্লব এক স্বৈরশাসককে বিতারিত করে দেশকে জালিমের হাত থেকে মুক্ত করেছে। এই আন্দোলনে শহীদের রক্তের উপর দাড়িয়ে থাকা এই বাংলাদেশে আর কোনো হানাহানি রক্তপাত দেখতে চাইনা। একটি সুন্দর সমাজ গড়তে যুবসমাজের মধ্যে এভাবে এ্যাকতাবদ্ধ থাকতে হবে।পরে অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।