নাটোরে গাড়ির চাকায় মিললো গাঁজা'গ্রেফতার-১
নাটোর জেলায় ডিএনসি রাজশাহী গোয়েন্দা টিমের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে
নিজস্ব প্রতিবেদন:নাটোর জেলায় ডিএনসি রাজশাহী গোয়েন্দা টিমের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন:বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানাধীন পাতার হাট এলাকার আলাউদ্দিন চৌকিদার এর ছেলে শাহআলম (২৪)
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান।
বিজ্ঞপ্তিতে আরও জানান,নাটোর জেলার নাটোর সদর থানাধীন বনবেলঘরিয়া পশ্চিম বাইপাস সড়কে বৃহস্পতিবার (২৮ই নভেম্বর) দুপুর ১২ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে একটি মিনি পিকআপ তল্লাশী করলে চাকার মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারী শাহআলম'কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।