নওগাঁয় শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ
নওগাঁয় শতাধিক অসহায় দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে
নিজস্ব প্রতিবেদন:নওগাঁয় শতাধিক অসহায়,দুস্থ শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নওগাঁ আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।বুধবার (২৭ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা পুলিশ লাইন্সে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) অফিসে এসব কম্বল বিতরণ করা হয়।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) নওগাঁ সভাপতি মোছাঃ সানিয়া আক্তার মুন্নি প্রধান অতিথি হিসেবে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেন।এ সময় সানিয়া আক্তার মুন্নি বলেন: অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগে। এক অসহায় মাকে তার মেয়ের বিবাহ বাবদ ২২ হাজার টাকা আর্থিক সহায়তাসহ অন্যান্য অসহায়দের মাঝেও আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং আমি ব্যক্তিগতভাবে অসহায় দুঃস্থ মানুষকে সবসময় সহযোগিতা করে যায়। এ ধরনের মানবিক কাজ আমার ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় পুলিশ নারী কল্যাণ সমিতি( পুনাক) এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।