চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক গম্ভীরা
চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার ভিত্তিক সহিংসতা বিরোধী প্রচারণা পক্ষ কার্যক্রম শুরু হয়েছে
নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার ভিত্তিক সহিংসতা বিরোধী প্রচারণা পক্ষ কার্যক্রম শুরু হয়েছে। ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন চলবে এই কার্যক্রম।
এরই অংশ হিসেবে ২৫ নভেম্বর সোমবার বিকেলে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক কার্যক্রম গম্ভীরা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীনগর ইউপি চেয়ারম্যান মো. হাফিজুর রহমানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,প্রকল্প ব্যবস্থাপক এ কে এম রোকনুদ্দৌলা। গম্ভীরার মাধ্যমে আগত দর্শকদের সচেতন করা হয়।
ইউএসএআইডি'স ফাইট স্লেভারী অ্যান্ড ট্র্যাফিকিং-ইন-পারসনস্ (এফএসটিআইপি) অ্যাকটিভিটি ইউএসএইড এর অর্থায়নে ও উইন ওয়ার্ক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এ প্রজেক্ট গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) বাস্তবায়ন করছে।