চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে শিশুসহ আরও আক্রান্ত
নতুন করে আরও ১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার কালিনগর এলাকার ১২ বছরের নীরব ও মোন্নাপাড়ার ১২ বছরের আল মামুনসহ নতুন করে আরো ১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩ জন নারীসহ ১০ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন নারীসহ ৪ জনের দেহে ডেঙ্গু ধরা পড়ে।
বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৩৮ জন। চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ১২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
এ পর্যন্ত ছাড়পত্র দেয়া হয়েছে ৫১৩ জনকে। ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৩৮৮ জন পুরুষ এবং ১১৫ জন নারী রয়েছেন।
বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ৩ জন নারীসহ ১৬ জন, শিবগঞ্জে ৪ নারীসহ ৬ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ নারীসহ ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।