চাঁপাইনবাবগঞ্জে গাঁজাসহ একজন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জ শহরে এক কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ আরিফ হোসেন (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলা শহরের উদয়ন মোড় স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার সকাল ৯টার দিকে গণমাধ্যমে মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।
গ্রেপ্তার আরিফ শহরের মিলকি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার শহরের উদয়ন মোড় স্টেশন রোড এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় এক কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ আরিফ নামের একজনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।