বগুড়ায় এম্পুল বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন আটক
বগুড়া জেলায় অভিযান চালিয়ে এম্পুল বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২জন আটক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি) রাজশাহীর একটি চৌকষ দল বগুড়া জেলায় অভিযান চালিয়ে এম্পুল বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে বগুড়া সদর থানাধীন বাঘোপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে কাঁচামাল বহনকারী একটি মিনি ট্রাক থেকে ৩৪৫০ পিস এম্পুল বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২জনকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন: রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন দক্ষিণ জাফরপাড়ার মৃত আব্দুল কাদের আলীর ছেলে আবু বক্কর (৩৮),একই জেলার বাবুনপুর নালীপাড়ার শামসুল আলীর ছেলে আল আমিন ওরফে শামীম(২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার বগুড়ার সদর থানাধীন বাঘোপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে কাঁচামাল ভর্তি একটি মিনি পিকআপ-কে তল্লাশী করলে চালকের সিটের পিছনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩৪৫০ পিস এম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয় এবং ২জন মাদক কারবারীকে আটক করা হয়
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে