পাথর ভর্তি ট্রাকে মিললো বিপুর পরিমাণ গাঁজা আটক-২
ডিএনসির অভিযানে ১৬০ কেজি গাঁজাসহ দুইজন আটক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি) রাজশাহীর একটি চৌকষ দল বগুড়ায় অভিযানে চালিয়ে ১৬০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন: সিরাজগঞ্জ জেলার দত্তবাড়ি দিয়াড় পাড়ার মৃত আবুল হোসেন এর ছেলে রুহুল আমিন (৩৭) এবং সিরাজগঞ্জ জেলার দিয়া ধানগাড়া সরদার পাড়ার শরিফ এর ছেলে আসিফ (২২)
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর )ভোর পাঁচটার দিকে রংপুর হতে বগুড়াগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি পাথর ভর্তি কার্গো ট্রাককে তল্লাশি করে চালকের সিটের পাশে কেবিনে কৌশলে রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে রংপুর হতে বগুড়াগামী মহাসড়কে একটি পাথর ভর্তি কার্গো ট্রাক থেকে ১৬০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে