বাস ও বেবিটেক্সি মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-৩

চট্টগ্রাম হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ঘটেছে, এতে আহত হয় ৪ জন, এরমধ্যে ১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা পরবর্তীতে সে ও মারা যান

বাস ও বেবিটেক্সি মুখোমুখি সংঘর্ষে নিহত-২ আহত-৩

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি:চট্টগ্রাম হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু ঘটেছে, এতে আহত হয় ৪ জন, এরমধ্যে ১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা পরবর্তীতে সে ও মারা যান।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি ) সকালে চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সন্নিকটে ‘মেডিকেল গেইট’ এলাকায় যাত্রীবাহী বাস এবং সিএনজি চালিত বেবিট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় কামরুল নামীয় এক যুবকের।

নিহতের বাড়ী পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার ইউনিয়নের চাড়ালিয়াহাট এলাকায়, তার পিতার নাম মোহাম্মদ হাসান।

স্থানীয়রা জানান, নাজিরহাট থেকে চট্টগ্রাম নগরমূখী বেবিট্যাক্সিকে নাজিরহাটমূখী একটি বাস ধাক্কা দেয়। এতে টেক্সিটি যাত্রীসহ দূরে ছিটকে পড়ে এবং দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করতে এগিয়ে আসেন। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুলকে মৃত ঘোষণা করেন এবং অন্য দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন পরবর্তীতে সে ও মারা যায় । তাৎক্ষণিক আহত দুজনের পরিচয় মেলেনি।