হাটহাজারী মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের অভিষেক

হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নস্থ মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের অভিষেক কৃতি শিক্ষার্থী-গুণীজন সংবর্ধনা ও মিলনমেলা

হাটহাজারী মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের অভিষেক

জাবেদ হোসাইন হাটহাজারী প্রতিনিধি:হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নস্থ মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের অভিষেক, কৃতি শিক্ষার্থী-গুণীজন সংবর্ধনা ও মিলনমেলা আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি লে. কর্ণেল মো. দিদারুল আলম পিএসসি (অবঃ)'র সভাপতিত্বে শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) প্রফেসর ড. মো. শামীম উদ্দিন খান এসব কথা বলেন। বিগত সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল।

প্রতিটি ভাইস চ্যান্সেলর নিয়োগ দিতে দুই কোটি টাকা পর্যন্ত দিতে হয়েছে শিক্ষামন্ত্রীকে। সময় এসেছে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার। স্কুল পর্যায়ে লেখাপড়ার মানকে উন্নত করতে হবে। যাতে অনায়াসে মেধাবীরা তাদের মেধাকে বিকশিত করতে পারে।

বিশেষ অতিথি ছিলেন, চবি'র আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. জাফর উল্লাহ তালুকদার,চবি'র প্রফেসর ড. মো. আল ফোরকান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এন্ড মেডিকেল কলেজের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান।

এর আগে সাধারণ সম্পাদক সৈয়দ মো. আব্বাস উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় সকাল সাড়ে নয়টায় বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠানস্থল থেকে শুরু হয়ে চট্টগ্রাম-নাজিরহাট সড়ক হয়ে সরকারহাট এলাকার গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে মিলিত হয়।

সভায় ১৪ জন প্রাক্তন শিক্ষার্থীকে ক্রেস্টের মাধ্যমে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। এ ছাড়া সহ সভাপতি মো. নুরুচ্ছাফার ব্যক্তিগত পক্ষ থেকে ২৭ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আকর্ষণীয় ছিল বর্তমান ও প্রাক্তন সভাপতিকে পবিত্র কোরান শরীফ প্রদান করা হয়।

দিনব্যাপী আয়োজনে সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও শেষে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রাহেল ফয়সলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি অধ্যক্ষ আরিফুল হাসান চৌধুরী সোহেল, যুগ্ম সম্পাদক অধ্যাপক অলি আহাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, অর্থ সম্পাদক চন্দন মহাজন, সহ সাধারণ সম্পাদক মো. মোরশেদুল আলম চৌধুরী, অভিষেক উদযাপন কমিটির আহবায়ক মির্জা সাহেদ আলী টিপু, সদস্য সচিব মোহাম্মদ উল্লাহ বাবলু, অধ্যাপক শেখ আহম্মদ, জাফরুল আলম, সহ প্রচার সম্পাদক সাংবাদিক বাবলু দাশ, সাংবাদিক মো. ওসমান গনিসহ হাজারো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী। অনুষ্ঠানের শুরুতে কোরান পাঠ করেন হাফেজ ক্বারী মো. ইকবাল, গীতা ও ত্রিপিটক পাঠ করেন যথাক্রমে সাংস্কৃতিক সম্পাদক শিপন নন্দী ও সহ-সাধারণ সম্পাদক বোধি মিত্র মহাথেরো। এ ছাড়া সকাল ও বিকেলে নাস্তা ও দুপুরের মেজবানের আয়োজন ছিল।