সরাইলে সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন অনুষ্ঠান
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম বার্ষিক ১৬ প্রহরের বৃহত্তম হরিনাম সংকীর্তন অনুষ্ঠান
সুজিত কুমার চক্রবর্তী ব্রাহ্মণবাড়িয়া স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম বার্ষিক ১৬ প্রহরের বৃহত্তম হরিনাম সংকীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত।

উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত নিয়ামতপুরে শ্রী শ্রী সাধক শ্যামানন্দ আশ্রম কমিটির উদ্যোগে বিশ্ব শান্তি ও জীবের মঙ্গল কামনায় ৭০ তম বার্ষিক হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান বুধবার (২৮ জানুয়ারি) গীতা পাঠ শেষে অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়ে ৩১ জানুয়ারী শনিবার ভোরে শেষ হয়েছে।
উপজেলার বৃহত্তম এই সংকীর্তন আসরে দেশের বিভিন্ন এলাকা থেকে অর্ধলক্ষ ভক্তের সমাগম ঘটে। আশ্রম কমিটির সভাপতি প্রদীপ ভৌমিক জানিয়েছে ৭০ বছর যাবৎ আশ্রমের উদ্যোগে এই কীর্তন পরিচালিত হচ্ছে। সহ-সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য অমরেশ সরকার জানায়, এই মহোৎসবকে ঘিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। ভক্তের পদভারে মুখরিত আশ্রম অঙ্গন সহ সমগ্র নিয়ামতপুর।
সাধারণ সম্পাদক জগদীশ সরকার বলেন-১৯১৩ সালে প্রতিষ্ঠিত সাধক শ্যামানন্দ বাবার আশ্রমটি আমাদের ঐতিহ্যে রূপ নিয়েছে। ১৯৫৬ সাল হতে এই আশ্রম অঙ্গনে মহানাম সংকীর্তন উৎসব পালন শুরু করেন প্রয়াত সাধক শ্যামানন্দ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তের আগমন ঘটে এই উৎসবে। এই সাধকের আশ্রমে যাতায়াতের সুব্যবস্থা না থাকায় ভক্তবৃন্দের দূর্ভোগ পোহাতে হচ্ছে।
একই এলাকার বাসিন্দা পল্লীচিকিৎসক মনোরঞ্জন সরকার বলেন,সাধক শ্যামানন্দ বাবার আশ্রম আয়োজিত মহোৎসবে যোগ দিতে পেরে আমি আনন্দিত। উৎসব ঘিরে গ্রামে ভক্তবৃন্দের ঢল নেমেছে। এটি আমাদের এলাকাবাসীর জন্য পরমানন্দের। উল্লেখ্য সাধক শ্যামানন্দ ১৯৭০ সালে প্রয়াত হন।




