নওগাঁ সাহিত্য পরিষদের কমিটির পরিচিতি ও কবিতা উৎসব

নওগাঁ সাহিত্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠিত

নওগাঁ সাহিত্য পরিষদের কমিটির পরিচিতি ও কবিতা উৎসব

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁ সাহিত্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও দিনব্যাপী কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকাল ১১টায় শহরের ঐতিহ্যবাহী প্যারীমোহন সাধারণ গ্রন্থাগারের অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরেণ্য কবি আতাউল হক সিদ্দিকী 

এসময নওগাঁ সাহিত্য পরিষদের সভাপতি ড. আইয়ুব আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন। বিশেষ অতিথি হিসেবে বক্তব রাখেন সাবেক অধ্যক্ষ ওয়ালিউল ইসলাম, কবি ও সম্পাদক মীর আব্দুর রাজ্জাক, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, কবি হাসমত আলী প্রমূখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন কবি ও গল্পকার হাবিব রতন ও রোকেয়া শাকিলা।

অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় অতিথিরা। এরপর আলোচনা শেষে চলে উপস্থিত কবিদের কথা, কবিতার ও আড্ডা মুখরিত হয় সভাকক্ষ।