নাসিরনগর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে ধনকুড়া নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শেখ রিফাত আহমেদ নামে যুবকের মর্মান্তিক মৃত্যু

নাসিরনগর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত 

সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে ধনকুড়া নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শেখ রিফাত আহমেদ নামে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে নাসিরনগর উপজেলা সদরে ধনকুড়া ব্রাক অফিসের সামনে মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

 স্থানীয় সূত্র জানা যায়, বিকালে নাসিরনগর থেকে শেখ রিফাত মোটরসাইকেল চালিয়ে তার নিজ বাড়ি নাসিরনগর সদর ইউনিয়ন দাঁতমন্ডল গ্রামে যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধনকুড়া ব্রাক অফিসের সামনে সড়কে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পথচারী রিফাতকে আশঙ্কা জনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পথেই রিফাতের মৃত্যু হয়। নিহত শেখ রিফাত আহমেদ উপজেলা সদর ইউনিয়নের দাঁতমন্ডল গ্রামের রফিক মিয়ার ছেলে। সে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ছিল। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।