নাসিরনগরে জুলাই ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা থেকে হবিগঞ্জ জেলার জুলাই ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী কাউসার আহমেদ (৩৭)কে গ্রেপ্তার করা হয়েছে।

নাসিরনগরে জুলাই ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

সুজিত কুমার চক্রবর্তী স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা থেকে হবিগঞ্জ জেলার জুলাই ছাত্র হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী কাউসার আহমেদ (৩৭)কে গ্রেপ্তার করা হয়েছে। 

রবিবার ২৫ জানুয়ারি গভীর রাতে নাসিরনগর আর্মি ক্যাম্পের মেজর ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের কাউসার আহমেদ (৩৭) পিতাঃ মৃত আব্দুল হককে নাসিরনগর থানার পেছনে ঘোষ পাড়ায়,হাজী মোঃআলীর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। কাউছার আহমেদ হবিগঞ্জ জেলার জুলাই ২০২৪ ছাত্র হত্যা মামলা ওয়ারেন্ট পলাতক আসামী ছিলেন।

তিনি দীর্ঘদিন যাবত নিজ এলাকা ছেড়ে নাসিরনগরে আত্মগোপনে ছিলেন। সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে নাসিরনগর আর্মি ক্যাম্প কর্তৃক মেজর ইমরন মাসুম সাব্বিরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস টহল দল দ্বারা অপারেশন পরিচালনা করা হয়।আসামী পূর্ব পরিকল্পিত ভাবে পেছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা কালে সেনাবাহিনীর চৌকস দল রাত ৩ ঘটিকার সময় আসামীকে আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তারের সময় তার নিকট থেকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ১টি, সিসি ক্যামেরা ৩টি, সিসি ক্যামেরা হার্ডডিক্স ১টি উদ্ধার করা হয়। আসামী ও উদ্ধারকৃত মালামাল নাসিরনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে সেনা ক্যাম্পসুত্রে জানা যায়।