লায়ন্স ক্লাব অব ঢাকা লঙ্গন ভ্যালির উদ্বোধন এবং নতুন সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
রাজধানী ঢাকা গুলশানের Hotel Century Park-এ ৩১ অক্টোবর ২০২৫ খ্রিঃ লায়ন্স ক্লাব অব ঢাকা লঙ্গন ভ্যালির কমিটির শুভ উদ্বোধন এবং নতুন সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানবসেবা সংগঠন Lions Clubs International-এর নতুন ইউনিট হিসেবে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে এই ক্লাব।
সুজিত কুমার চক্রবর্তী, স্টাফ রিপোর্টার:রাজধানী ঢাকা গুলশানের Hotel Century Park-এ ৩১ অক্টোবর ২০২৫ খ্রিঃ লায়ন্স ক্লাব অব ঢাকা লঙ্গন ভ্যালির কমিটির শুভ উদ্বোধন এবং নতুন সদস্যদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক মানবসেবা সংগঠন Lions Clubs International-এর নতুন ইউনিট হিসেবে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করেছে এই ক্লাব।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ড. এ কে এম সারোয়ার জাহান জামিল (District Governor, 315B1)। বিশেষ অতিথি ছিলেন লায়ন রোজিনা শাহীন মুনা (First Lady of the District), লায়ন ড. মাজহারুল আনোয়ার (FVDG), লায়ন মো. রফিকুল বারী (SVDG), লায়ন মোহাম্মদ ফারুক (PCC & PDG), লায়ন তানভীর আহমেদ (Cabinet Secretary), লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিক (Cabinet Treasurer), লায়ন ফিরোজ আহমেদ (Joint Cabinet Secretary – Admin)।
চার্টার প্রেসিডেন্ট লায়ন মোয়াজ্জেম হোসেন চৌধুরী তার উদ্বোধনী বক্তব্যে বলেন “লায়ন্স ক্লাব অব ঢাকা লঙ্গন ভ্যালি সমাজের কল্যাণে নিবেদিত একটি মানবসেবা ক্লাব। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং দরিদ্র মানুষের সেবায় ক্লাবটি নিরলসভাবে কাজ করবে, ইনশাআল্লাহ।”
উক্ত অনুষ্ঠানে নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করানো হয় এবং ব্যাজ প্রদান করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন ফিরোজ আহমেদ ও লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরানুল ইসলাম। ২০২৫-২০২৬ সালের
কমিটি নিম্নে দেয়া হলঃ সভাপতি ((President)লায়ন মোয়াজ্জেম হোসেন চৌধুরী,1st Vice President লায়ন ক্যাপ্টেন মুরাদ হোসাইন,2nd Vice President: লায়ন ব্যারিস্টার আব্দুস সোবাহান,3rd Vice President: লায়ন তাহমিনা আক্তার বাবলি, সাধারণ সম্পাদক (Secretary)লায়ন শাহ নেওয়াজ চৌধুরী,Joint Secretary: লায়ন আতিকুল ইসলাম মানিক Treasurer: লায়ন মো. মিজানুর রহমান, Joint Treasurer: লায়ন মো. জিয়াউল করিম সোহেল,Tamer: লায়ন মো. আবুল হাসান চৌধুরী,Tail Twister: লায়ন মো. জিয়াউল ইসলাম চৌধুরী।

নবনিযুক্ত সদস্যবৃন্দ,লায়ন আবু সালেহ মোহাম্মদ জাহাঙ্গীর, লায়ন এডভোকেট আমিনুল ইসলাম মুনির, লায়ন মো. শহিদ আহমেদ, লায়ন পর্না রানী দাস, লায়ন এনামুল হুদা সুমন, লায়ন ইঞ্জিনিয়ার এমরানুল ইসলাম, লায়ন মোহাম্মদ বকুল তালুকদার, লায়ন রাহিম নুর মিয়া, লায়ন মো. নাজমুল হোসেন, লায়ন আসাদুজ্জামান, লায়ন মো. রাকিব মিয়া, লায়ন মো. মাঈন উদ্দিন। অনুষ্ঠানে ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয় এবং অতিথিদের জন্য এক মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।



