বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত বুড়িচং প্রতিনিধি কাজী খোরশেদ আলম, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা বুড়িচং প্রতিনিধি জহিরুল হক বাবু।

বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা বৃহস্পতিবার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত বুড়িচং প্রতিনিধি কাজী খোরশেদ আলম, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা বুড়িচং প্রতিনিধি জহিরুল হক বাবু।

সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মোঃ মুসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির, যুগ্ম সম্পাদক মারুফ আহমেদ কল্প, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শরীফ সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ শাফি, আপ্যায়ন সম্পাদক ফয়েজ আহমদ, এবং সদস্যরা মোঃ জামাল উদ্দিন, আলমগীর হোসেন বাচ্চু, আশিক ইরান, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ রকিবুল হাসান (রনি), আলাউদ্দিন আলাল, মারুফ আহমেদ,  কিবরিয়া ও আল মামুন টুটু।

সভায় সভাপতি কাজী খোরশেদ আলম বলেন, "বুড়িচং প্রেসক্লাব শুধু সাংবাদিকদের একটি প্রতিষ্ঠান নয়, এটি আমাদের পেশাগত দায়িত্ব ও সামাজিক উদ্যোগের কেন্দ্রবিন্দু। আমরা চাই সকল সদস্য একত্রিত হয়ে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করুক। ক্লাবের কার্যক্রম আরও সুষ্ঠু ও সংগঠিত করার জন্য সকলের সহযোগিতা অপরিহার্য।

সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু তার বক্তব্যে বলেন, "মাসিক সভা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা গত মাসের কার্যক্রম পর্যালোচনা করি এবং আগামী দিনের পরিকল্পনা নির্ধারণ করি। প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ, সামাজিক ও পেশাগত কার্যক্রমগুলো যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই বিষয়েও আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।"

সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল বিগত দিনের কার্যক্রমের বিশদ পর্যালোচনা এবং আগামী মাসে প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রম পরিকল্পনা। বিশেষ করে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ক্লাবের সুনাম রক্ষা ও স্থানীয় সাংবাদিক সম্প্রদায়ের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অধিবেশনে প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণও আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। সভায় সদস্যরা আনন্দ ভ্রমণের স্থান, সময়সূচি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন। এছাড়াও ক্লাবের সামাজিক কার্যক্রম, সাংবাদিকদের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির উদ্যোগগুলোর বিষয়েও আলোচনা হয়।

সভায় অংশগ্রহণকারীরা ক্লাবের নীতি, সাংবাদিকদের মর্যাদা রক্ষা এবং ভবিষ্যৎ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দেন। সভার সমাপনীতে সভাপতি কাজী খোরশেদ আলম সকল সদস্যের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।