টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ-সময় সাপেক্ষ ও শ্রমসাধ্য

পার্টনার ব্রি অংগের অর্থায়নে ২৫ বিঘা জমিতে এডব্লিউডি ব্লক প্রদর্শনী বাস্তবায়িত হচ্ছে ইউসুফপুর ইউনিয়নের শিবপুর গ্রামে

টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ-সময় সাপেক্ষ ও শ্রমসাধ্য

মোঃ আবদুল্লাহ বুড়িচং:পার্টনার ব্রি অংগের অর্থায়নে ২৫ বিঘা জমিতে এডব্লিউডি ব্লক প্রদর্শনী বাস্তবায়িত হচ্ছে ইউসুফপুর ইউনিয়নের শিবপুর গ্রামে। আমরা সাথে যুক্ত করলাম চারা রোপণে যান্ত্রিকীকরণ।

কৃষকেরা নিজেদের পারদর্শীতায় বীজতলা তৈরি করেছেন। কাজে লাগানো হয়েছে বিগত বছরে বাস্তবায়িত সমলয় ব্লক প্রদর্শনীর ব্যবহৃত ট্রে। অথচ, ২ বছর আগে বীজতলা তৈরি করতে অভিজ্ঞ লোক ভাড়া করে আনতে হলো, আরো ৫-৬ বছর আগে ১ বিঘা জমির বীজতলা তৈরি ছিল এলাহি ব্যাপার। 

দেবিদ্বার উপজেলায় আলু কৃষকের প্রথম পছন্দ বারি আলু-৭ বা ডায়ামন্ট। কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এবারই প্রথম "বারি আলু-৬২" ও "বারি আলু-৯০" এর প্রদর্শনী স্থাপন করা হয়েছে। সেই সাথে মাটির অম্লত্ব নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়েছে ডলোচুন ও জৈব সার। মাত্র ২৪ দিনে ফসলের বৃদ্ধি বেশ আশাব্যঞ্জক, এখন ফলন দেখার অপেক্ষা। 

একই কুমিল্লা অঞ্চল প্রকল্পের ৫ একরের ব্লক প্রদর্শনী, কৃষকেরা উদ্বুদ্ধ হয়ে নিজেরাই তৈরি করেছেন সিডলিং ট্রেতে বীজতলা। উপসহকারি কৃষি অফিসার মো. রফিকুল ইসলামের আগ্রহ, পরিশ্রম আর কৃষকদের ইতিবাচকতা সফল হবে এমনটাই প্রত্যাশা। 

দেবিদ্বার উপজেলায় অতিরিক্ত কৃষি অফিসার হিসাবে যোগদান করেছেন জনাব মো. শাহীন আলম। দেবিদ্বারের কৃষি তার পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতার দ্বারা সমৃদ্ধ হবে সেই প্রত্যাশায় - শুভকামনা।