বুড়িচং আওয়ামী লীগের দুই নেতা আটক

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি নাজিরা বাজার ও উপজেলা সদরে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

বুড়িচং আওয়ামী লীগের দুই নেতা আটক

মোঃ আবদুল্লাহ বুড়িচং:কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি নাজিরা বাজার ও উপজেলা সদরে পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

শনিরার ১৩ ডিসেম্বর রাতে বুড়িচং থানার ও দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ সূত্র জানায়  শনিবার ১৩ ডিসেম্বর রাতে কুমিল্লার বুড়িচং থানার  ও দেবপুর পুলিশ ফাঁড়ির পুলিশ পৃথক দুটি অভিযান চালায়। এর মধ্যে বুড়িচং উপজেলা সদরে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে  উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ মতিউর রহমান খান রুমেল এবং ময়নামতি ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আবুল হাসেম শান্তকে ময়নামতি ইউনিয়ন এর নাজিরা বাজার বাসা থেকে গ্রেফতার করে।উল্লেখ্য একই উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেল কে এ পর্যন্ত ৫ এ আগষ্টের পর ৩ বার গ্রেফতার করে বুড়িচং থানার পুলিশ

।বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান   দুজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন যে তাদের কে সন্ত্রাস বিরোধী মামলা থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে কুমিল্লা কোর্টের মাধ্যমে তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।