কবিতা-পৌষের রাত
কবিতা:পৌষের রাত লেখক-মো:তারেক আজিজ

পৌষের ঘন কুয়াশায় ঢেকে যায় নীরব মাঠের বুক
ঝোড়ো হাওয়ায় কাঁপে সরিষা ফুলের স্তুপ।
বিলের ধারে মুক্তোর মত শিশির পড়ে
চাঁদের আলো জ্বলে ওঠে হলুদ ফুলে।
হিমালয়ের হিমেল বায়ু রাত জুড়ে শ্বাস ফেলে,
সেই শ্বাস উত্তর হতে এসে মাঠে মাঠে ঢেউ তোলে
চাঁদ যেন লাজুক লতার মত মুখ লুকায় কুয়াশায়।
তারারা বহু আগেই হারিয়েছে পথ সেথায়।
বাংলার বুকে যেন ইউরোপের রাত নামে
নিশাচর প্রাণি গুলো থরথরায় কুয়াশা-হাওয়ার চুম্বনে।
প্রকাণ্ড বট বৃক্ষটিও কাঁপিতেছে বৃদ্ধের মত
দরজা জানালা বন্ধ করে নব দম্পতিরায়
লেপের নিচে উষ্ণতার পরশে মুখ লুকায়,
রাত যত গভীর ভারী হয়ে বায়ু নিস্তব্ধতায়।
এমন রাতেও পরিবারে মুখে জুটাতে অন্ন- বস্ত্র,
জেলেরা বিলে ফেলিতেছে জাল অবিরত।
মো:তারেক আজিজ
সহকারী শিক্ষক (বাংলা)
তেঘরিয়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়
সাপাহার, নওগাঁ




