পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের জায়গা দখলদারদের হাত থেকে মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
আশরাফুজ্জামান গাইবান্ধা:গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের জায়গা দখলদারদের হাত থেকে মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি( বুধবার) সকালে ইউনিয়নবাসীর পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তরা বলেন,ইউনিয়ন পরিষদের জায়গা অবৈধভাবে দখল করে তাতে স্থাপনা নির্মান করেছে আতোয়ার মন্ডল ও মতিয়ার ,যার কারনে এখানে নতুন ভবন স্থাপন হচ্ছে না,ফলে ঝুঁকি নিয়েই চলছে ইউনিয়ন পরিষদের কার্যক্রম।
তারা জানান,আতোয়ার রহমান মন্ডল ও মতিয়ার ইউনিয়ন পরিষদের নামে কাশিয়াবাড়ী মৌজার ৭৪১ নং খতিয়ানের ৮১১নংরদাগের ০.০২০০, ৭৩৯ নং খতিয়ানের ৮১১ নং দাগের ০.০১৫০ ও ৭৮২ নং দাগে ০.১০২৬ একরসহ বেশ কিছু জমি অবৈধভাবে দখল নিয়ে স্থাপনা তৈরি করেন,২০২৪ সালে সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা বেগম উক্ত জায়গা দখলমুক্ত করার জন্য বাংলাদেশ সচিবালয়সহ বেশ কিছু জায়গায় আবেদন করেন।২০২৪ সালে বাংলাদেশ সচিবালয়ের উপ সচিব স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়,পরে জেলা প্রশাসক বিষয়টি সরেজমিনে তদন্তপূর্বক রিপোর্ট করতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর চিঠি পাঠাইলে উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে তদন্ত করে জেলা প্রশাসক বরাবর রিপোর্ট পাঠান ,এর প্রেক্ষিতে জেলা প্রশাসক অবৈধ স্থাপনা অপসারনের জন্য আতোয়ার রহমানকে নির্দেশ দিলেও তিনি তা অপসারন করেননি।পরে গত বছরের সেপ্টেম্বরে উক্ত জায়গা অপসারনের জন্য দুইজন ম্যাজিট্রেট নিয়োগ করা হলেও আজ পর্যন্ত উক্ত জায়গা দখল মুক্ত করা হয়নি।
এলাকার আলতাফ হোসেন বলেন, দখলদারদের কাছ থেকে ওই জায়গা দখলমুক্ত করতে না পারলে এখানে নতুন ভবন নির্মান সম্ভব নয়,এ সময় তারা ওই জায়গা দখলমুুক্ত করতে সরকারের কাছে জোর দাবী জানান।
মানববন্ধনে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।




