বুড়িচংয়ে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইন অবহিতকরণ সভা
বুড়িচং উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে “টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন TCV ক্যাম্পেইন–২০২৫ উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:বুড়িচং উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে “টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) ক্যাম্পেইন–২০২৫ উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।
এসময় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবদুল মান্নান, বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোসহেল উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা,
বুড়িচং থানায় সেকেন্ড অফিসার রাকিব, সহকারী শিক্ষা অফিসার উম্মে সালমা আক্তার খন্দকার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
এ সময় বক্তারা বলেন, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ, এবং সঠিক সময়ে ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে শিশুদের এই রোগ থেকে নিরাপদ রাখা সম্ভব। আগামী ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা