কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার

কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

কুমিল্লায় নিরাপদ ইন্টারনেট ব্যবহারে শিক্ষার্থীদের অঙ্গীকার

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ ইন্টারনেট ব্যবহার বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ নভেম্বর) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

সকালে বিদ্যালয়টির হলরুমে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিমসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হক, তাহেরা জুনাব আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, সিনিয়র শিক্ষক মোঃ মকবুল হোসেন, লাল সবুজ উন্নয়ন সংঘ ঢাকা জেলা শাখার সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান, দেবিদ্বার শাখার সভাপতি ইয়াছিন মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার এবং সদস্য ইয়াছিন হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে এর নেতিবাচক দিক সম্পর্কে সচেতন না হলে কিশোর-তরুণরা সহজেই বিভিন্ন অনলাইন আসক্তি, সাইবার অপরাধ ও অনৈতিক কনটেন্টের দিকে ঝুঁকে পড়তে পারে। তাই সঠিক দিকনির্দেশনা, অভিভাবকীয় তদারকি এবং ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি।

পরবর্তীতে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী স্মার্টফোন আসক্তি থেকে দূরে থাকা, অশ্লীল ও অনৈতিক কনটেন্ট বর্জন, সময়ের সঠিক ব্যবহার এবং নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করার শপথ গ্রহণ করে।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনের সদস্যরা দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা নিজেদের টিফিনের টাকা সঞ্চয় করে গত সাড়ে ১৪ বছরে সারাদেশে মাদকবিরোধী কার্যক্রম, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, নিরাপদ ইন্টারনেট সচেতনতা বৃদ্ধি এবং গাছের চারা বিতরণ করে আসছে। এ পর্যন্ত তারা ১৮৯৮টি সচেতনতামূলক কর্মসূচি সম্পন্ন করেছেন।

সংগঠনটির কেন্দ্রীয় সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, “আমাদের লক্ষ্য নতুন প্রজন্মকে সুশিক্ষা, মানবিকতা ও দায়িত্ববোধে উজ্জীবিত করা। প্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জনের পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধে তরুণদের আরও দৃঢ় হওয়া প্রয়োজন।”