আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি পালন

কুমিল্লার বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।

আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি পালন

মোঃ আবদুল্লাহ, বুড়িচং:কুমিল্লার বুড়িচং উপজেলার আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর ২০২৫ তারিখে ঢাকার জাতীয় প্রেসক্লাবে অবস্থানরত শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে এ কর্মবিরতি পালন করা হয়।

প্রসঙ্গত, ২০% বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা, কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা বৃদ্ধি এবং ৫০০ টাকার প্রজ্ঞাপন বাতিলের দাবিতে সারা দেশের শিক্ষক-কর্মচারীরা সেদিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তাদের ওপর পুলিশ হামলা চালানো হয়।

এই ঘটনার প্রতিবাদে ও নিন্দা জানিয়ে আরাগ আনন্দপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা একাত্মতা প্রকাশ করে কর্মবিরতি পালন করছেন।