চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় একজনের ১২ বছরের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে মো. আল আমিন নামে একজনকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে মো. আল আমিন নামে একজনকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ(১৪ সেপ্টেম্বর)রবিবার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতিতে এই দণ্ডাদেশ ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তি জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাইমহেষপুর গোরস্থানপাড়ার মো. আকালু শেখে ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবদুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ২০২২ সালের ২৩ আগস্ট রাতে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. আল আমিনকে গ্রেপ্তার করে এবং তার দেহ তল্লাশী করে একটি লোহার তৈরি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, দুইটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাবের এসআই আকরামুল হক বাদী হয়ে সদর থানায় আস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই শাহরিয়ার পারভেজ তদন্ত শেষে একই বছর ৫ সেপ্টেম্বর মো. আল আমিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।