চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে মাদকসহ তিনজন আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার জাহিদনগর ও নন্দলালপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—উপজেলার জাহিদনগর গ্রামের মো. এনামুল হকের ছেলে মো. সামিউল হক (৪০) ও তার ভাই মো. মাহিদুর (৩৮), একই উপজেলার নন্দলালপুর গ্রামের মো. জহিরুল ইসলামের স্ত্রী মোসা. পানতারা বেগম (৩৫)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট,৩৬ গ্রাম হেরোইন ও সাড়ে ৭ হাজার বাংলাদেশী টাকা জব্দসহ এই তিনজনকে আটক করা হয়।
এ ব্যাপারে গোমস্তাপুর থানায় ভিন্ন ভিন্ন দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।