চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. মুরশালিন ওরফে আপেল (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আপেল জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর মাদ্রাসাপাড়ার পুটু মিয়ার ছেলে।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. নাজমুল আজম জানান, ২০২০ সালের ১৭ মে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চৌহদ্দীটোলা এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। অভিযানে ১ কেজি ৯০০ গ্রাম হেরোইনসহ মো. মুরশালিন ওরফে আপেলকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে র‌্যাবের তৎকালীন এসআই জহুরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মো. ওসমান গনি তদন্ত শেষে একই বছরের ১২ জুন মো. মুরশালিন ওরফে আপেলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।