চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে দুই বিচারপতিকে সংবর্ধণা
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর এবং বিচারপতি মাহমুদ হাসানকে এক সংবর্ধণা দেয়া হয়েছে
 
                                বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর এবং বিচারপতি মাহমুদ হাসানকে এক সংবর্ধণা দেয়া হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টায় জেলা আইনজীবী সমিতি ভবনে জেলা আইনজীবী সমিতির সভাপতি মুহাম্মদ ইসাহাক আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোঃ মিজানুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ খন্দকার হায়দার আলী, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট মোঃ আব্দুল ওদুদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ গোলাম কবির ও সোলাইমান বিশু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম কনক। জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোঃ নুরুল ইসলাম সেন্টু, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট মোঃ ময়েজ উদ্দিনসহ জেলা জজ আদালতের ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকগণ, সিনিয়র ও নবীন আইনজীবীরা এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি বিচারপতি সরদার মোঃ রাশেদ জাহাঙ্গীর বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন ও পেশাজীবী আইনজীবীদের ভূমিকা অপরিসীম। তিনি বার ও বেঞ্চের সম্পর্ক সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন এবং বিচারক ও আইনজীবীদের প্রতি আহ্বান জানান, যাতে বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। তিনি বলেন, "জেলা পর্যায়ে আইনজীবী সমাজ দেশের বিচার ব্যবস্থার ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জনগণের আস্থা ধরে রাখতে বিচারক ও আইনজীবীদের আন্তরিকতা ও সততার কোনো বিকল্প নেই।” সংবর্ধনা শেষে বিচারপতিরা আইনজীবীদের সাথে সৌজন্য বিনিময় করেন এবং সমিতির কার্যক্রম পরিদর্শন করেন।
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
