চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাসব্যাপী পরিষ্কার পরিছন্নতা অভিযান

নিজ সীমানা পরিষ্কার করি, ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি -এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাসব্যাপী পরিষ্কার পরিছন্নতা অভিযান

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার:নিজ সীমানা পরিষ্কার করি, ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি -এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। মঙ্গলবার সকাল ১০ টায় পৌর কর্মচারী সংসদের উদ্দোগে এই অভিযান শুরু করা হয়।

এই কর্মসূচি  উদ্বোধন করেন পৌরসভার নিবাহী কর্মকর্তা মামুন-আর-রশীদ,  এই সময় উপস্থিত ছিলেন পৌর কর্মচারী সংসদের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক আব্দুল আজিজ খান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম ও পৌরসভার কর্মচারীবৃন্দ।

এ উপলক্ষে সকালে পৌরসভা কার্যালয় প্রঙ্গন থেকে পৌর কর্মচারী সংসদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ব্যানারে একটি  র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করেন।