আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র
কাজের প্যাকেজ চুক্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকা
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের ২য় প্যাকেজের আওতায় নামোশংকরবাঢী মোল্লাপাড়া আলহাজ কিবরিয়ার বাড়ি হতে সিদ্দিক বিশ্বাসপাড়া মইন বিশ্বাসের বাড়ি পর্যন্ত আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকন-উজ্জামান, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল মাসুদ,জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল আওয়াল তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়সাল আহম্মেদসহ অন্যরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. শামসুজ্জোহা। এসময় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই কাজের প্যাকেজ চুক্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকা।