আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন
কারো সাথে কখনো খুব ঘনিষ্ঠ ছিলাম, তার হাতটা ধরেই ভেবেছিলাম জীবনটা কেটে যাবে- সেই মানুষটিই একসময় ‘অতীত’ হয়ে যায়। জীবনে সবারই প্রেম আসে। তবে কয়জনেরই বা প্রেমে সফল হয়।

কারো সাথে কখনো খুব ঘনিষ্ঠ ছিলাম, তার হাতটা ধরেই ভেবেছিলাম জীবনটা কেটে যাবে- সেই মানুষটিই একসময় ‘অতীত’ হয়ে যায়। জীবনে সবারই প্রেম আসে। তবে কয়জনেরই বা প্রেমে সফল হয়। তবে ভালোবাসার সম্পর্ক টিকিয়ে রাখতে আমরা কমবেশি সবাই বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকি। অনেক সময় আমাদের সেই চেষ্টা কাজে আসে। আবার কিছু সময় বিভিন্ন কারণে তা টিকিয়ে রাখা সম্ভব হয় না। মুহূর্তের ভেঙে যায় একসঙ্গে দেখা স্বপ্নগুলো।
সময়ের স্রোতে আমরা এগিয়ে যাই, কিন্তু মনের গভীরে থেকে যায় কিছু না-বলা কথা, অভিমান, রাগ কিংবা ভাঙা স্বপ্নের টুকরো। আর সম্পর্ক ভেঙে যাওয়ার পর অধিকাংশেরই প্রাক্তনের প্রতি থাকে হাজারটা অভিযোগ। তবে সব ভুলে গিয়ে প্রাক্তনকে ক্ষমা করে দেয়ায় বুদ্ধিমানের কাজ। আর যদি না করে থাকেন, তাহলে আজকে করে দিন।
আজ, ঠিক এই মুহূর্তে, হয়তো আপনি সেই অতীতের কিছু ভার বুকের ভেতরে জমিয়ে রেখেছেন- যা কাউকে বলা হয়নি, যা এখনও মাঝরাতে ব্যথা দেয়। কিন্তু কখনও কি ভেবেছেন, ক্ষমা করে দেওয়া মানে নিজেকে মুক্ত করে দেওয়া?
আজ হতে পারে সেই মুহূর্ত, যখন আপনি সব অভিযোগ, কষ্ট, ব্যথা- সব ফেলে রেখে বলবেন, ‘আমি ক্ষমা করেছি।’ না, তার জন্য নয়- নিজের শান্তির জন্য।
আজ ১৭ অক্টোবর। দিনটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘প্রাক্তনকে ক্ষমা করার দিন’ হিসেবে। ২০১৮ সাল থেকে এই দিনটির যাত্রা শুরু হয়েছে। প্রতিবছর বিশ্বব্যাপী দিনটি পালিত হয়, যদিও এর কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এই দিবসটি উপলক্ষে বিভিন্ন মন্তব্য ও পোস্ট শেয়ার করেন। সম্পর্ক ভাঙলে যেমন কষ্ট হয়, তেমনই থেকে যায় অনেক অভিমান ও অপূর্ণতা। এই দিনটি মানুষকে শেখায়- অতীতকে ছেড়ে দিয়ে সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে ভালো পথ।
প্রেমের সম্পর্ক যে কারণেই ভাঙে না কেন, সবারই প্রাক্তনকে ঘিরে রাগ, ক্ষোভ, অভিমান কমবেশি থেকেই যায়। এসব মনে রেখে নিজেকে কষ্ট না দিয়ে এ অভিযোগ ও ঘৃণা মন থেকে দ্রুত মুছে ফেলা জরুরি। সহজ নয়, তবে ক্ষমা করার জন্যই দিবসটির আবির্ভাব।
সম্পর্ক যতই খারাপভাবে শেষ হোক না কেন, দিনের শেষে সব মানুষই শান্তি চায়। আর সেই শান্তি আসে ক্ষমার মধ্য দিয়েই। বিশেষজ্ঞদের মতে, পুরোনো ক্ষোভ ও রাগ মনের ওপর চাপ ফেলে। তাই সময় এসেছে সেই অনুভূতিগুলোকে বিদায় জানানোর।
আজকের দিনে অনেকেই তাদের প্রাক্তন সঙ্গীদের উদ্দেশ্যে ছোট একটি বার্তা পাঠান, কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়ায় লিখেন মনের কথা। কেউ হয়তো চুপচাপ মনে মনে ক্ষমা করে দেন, আরেকজন খুঁজে নেন নিজের ভুলও।
অতীত ভুলে সামনে যাওয়ার পথে দিনটি এক শুভবার্তা। যা আছে অভিযোগ, ক্ষোভ কিংবা ঘৃণা- সব ভুলে গিয়ে বলে দিতে পারেন, ‘যাও, তোমাকে মাফ করে দিলাম।
সব সম্পর্ক থেকে কিছু না কিছু শেখা যায়। কিছু সম্পর্ক রয়ে যায়, কিছু শেষ হয়। কিন্তু রাগ, ঘৃণা, কষ্ট- সব নিজের ভেতর ধরে রাখলে নিজেকেই পোড়ায়। আজ সেই বোঝা নামিয়ে রাখার দিন। ক্ষমা করে দিন- নিজের শান্তির জন্য, নিজের ভবিষ্যতের জন্য।
প্রাক্তন মানেই কেবল ভাঙন নয়। অনেক সময় তারা আমাদের শেখায় কেমন হতে চাই না, বা কী আর সহ্য করা সম্ভব নয়। তবে সেই শিক্ষা নেওয়ার পরেও যদি আমরা রাগ, কষ্ট ও ঘৃণাকে ধরে রাখি-তাহলে আমরা নিজেরাই আটকে যাই। আজ নিজেকে সেই বন্ধন থেকে মুক্ত করুন। আজ প্রাক্তনকে ক্ষমা করে দিন।
প্রেম চলে যেতে পারে, মানুষ বদলে যেতে পারে- কিন্তু কিছু অনুভূতি থেকে যায়। প্রাক্তনের সঙ্গে হয়তো কোনোদিন আর কথা হবে না, হয়তো সে এখন অভালন্য কারো কাছে ভালো আছে, হয়তো আপনার মনেও রাগ, কষ্ট, প্রশ্ন জমে আছে বহুদিনের।
কিন্তু ভাবুন তো, এই সবকিছুর ভার আপনি নিজেই বহন করছেন কতদিন ধরে? ক্ষমা মানে হার মানা নয়। ক্ষমা মানে, আমি আর কষ্টকে জায়গা দিচ্ছি না। এটা এমন এক উপহার, যেটা আপনি নিজের মনকে দেন। কারণ সত্যি বলতে- প্রাক্তন আপনাকে আটকিয়ে রাখেনি, আপনি নিজেকেই আটকে রেখেছেন।
আজ যদি আপনি বলেন,আমি তোমাকে ক্ষমা করলাম। তোমার জন্য নয়- নিজের জন্য।
তাহলেই হয়তো হৃদয়ের দরজা খুলে যাবে, হালকা লাগবে, বুকের ভেতর জমে থাকা চাপা কান্নাটাও যেন একফোঁটা শান্তির জলে ধুয়ে যাবে।
যাইহোক চোখে পানি আসতেই পারে, মনে একটু কষ্টও হতে পারে- তবুও আজ নিজেকে মুক্ত করুন। কারণ… আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন।