নওগাঁ সরকারি কলেজের নারী শিক্ষার্থীদের আপত্তিকর কথোপকথনে প্রতিবাদ ও মানববন্ধন

নওগাঁ সরকারি কলেজে অনিয়ম, দূর্নীতি, নারী শিক্ষার্থীদের সাথে শিক্ষকের আপত্তিকর কথোপকথন ও কলেজ প্রশাসন কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

নওগাঁ সরকারি কলেজের নারী শিক্ষার্থীদের আপত্তিকর কথোপকথনে প্রতিবাদ ও মানববন্ধন

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁ সরকারি কলেজে অনিয়ম, দূর্নীতি, নারী শিক্ষার্থীদের সাথে শিক্ষকের আপত্তিকর কথোপকথন ও কলেজ প্রশাসন কর্তৃক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার১৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টায় নওগাঁ সরকারি কলেজ চত্বরে কলেজের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা সংসদ, আহত ও শহীদদের পরিবারের ব্যানারে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন- নওগাঁ জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আরমান হোসেন, শহীদ ফাহমিনের মা কাজী লুলুন মাখমিম(শিল্পী) ও কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক জুনায়েদ হোসেন জুন সহ অন্যরা। মানববন্ধনে কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন-নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সামসুল হক। যিনি ফেসবুক ম্যাসেনজারে নারী শিক্ষার্থীদের সাথে আপত্তিকর কথোপকথন করা সহ এবং ওড়না ছাড়া ছবি দেয়ার জন্য বলেন। এসব বিষয় কাউকে জানানো হলে কৌশলে তাদের হুমকিও দেয়া হয় বলে অভিযোগ করা হয়। সম্প্রতি ফেসবুক ম্যাসেনজারে আপত্তিকর কথোপকথন ছড়িয়ে পড়ে। এতে নারী শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করায় ফুসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা।

এছাড়া কোন শিক্ষার্থী প্রতিবাদ করলে কলেজ প্রশাসন দিয়ে মারধর করা হয়। এছাড় কলেজে ভর্তিসহ বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেয়া হয়। কলেজে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনাসহ অধ্যক্ষের শাস্তির দাবী জানানো হয়।