নওগাঁয় শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে নওগাঁয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্যাপনের লক্ষ্যে নওগাঁয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার, ১৪ বিজিবির উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, ১৬ বিজিবির কর্নেল আরিফুল ইসলাম মাসুম এবং সেনাবাহিনীর মেজর কাওছার।এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলার মন্দির কমিটির নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় জেলা প্রশাসক জানান, পূজায় নিরাপত্তার জন্য সেনা, বিজিবি, পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পাশাপাশি পুলিশের সাদা পোশাকের টিম কাজ করবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও ট্যাগ অফিসার থাকবে এবং কন্ট্রোল রুমও চালু থাকবে। পূজাকে ঘিরে আতশবাজি ফোটানো যাবে না এবং প্রতিমা বিসর্জন দিতে হবে সন্ধ্যা ৭টার মধ্যে।