ভারতে মহানবী (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে নিয়ামতপুরে মানববন্ধন
১ অক্টোবর সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে থেকে আশেকে রাসুল মুহাম্মদ (সাঃ) উম্মাহর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে
 
                                নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃমহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও সেই বক্তব্যকে নিয়ে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে নওগাঁর নিয়ামতপুরে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১ অক্টোবর সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের সামনে থেকে আশেকে রাসুল মুহাম্মদ (সাঃ) উম্মাহর ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা চত্বরে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন হাফেজ শাহীন আলম, আলেম উলেমা ঐক্যজোটের সভাপতি জামাল উদ্দিন, মুফতি মোহাম্মদ শাহজালাল, মুফতি মোহাম্মদ আব্দুল মতিন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা হযরত মোহাম্মদ (সা:) কটুক্তকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
