নিয়ামতপুরে ৩ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

নওগাঁর নিয়ামতপুর উপজেলার আটটি ইউনিয়নে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) এলাকাভেদে তিন ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

নিয়ামতপুরে ৩ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুর উপজেলার আটটি ইউনিয়নে আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) এলাকাভেদে তিন ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নিয়ামতপুর গ্রীড উপকেন্দ্রের ৩৩কেভি বাসবার বার্ষিক রক্ষনাবেক্ষণ কাজের জন্য এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে ।

নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহম্মদ মেশবাহুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার বেলা ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলার ভাবিচা, নিয়ামতপুর সদর,রসুলপুর, পাঁড়ইল, শ্রীমন্তপুর ও বাহাদুরপুর ইউনিয়ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আর দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হাজীনগর ও চন্দননগর ইউনিয়ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

ডিজিএম মোহম্মদ মেশবাহুল হক জানান, বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলাকাভেদে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।