নওগাঁয় সাহিত্য পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

নওগাঁয় কবি-সাহিত্যিকদের স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

নওগাঁয় সাহিত্য পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁয় কবি-সাহিত্যিকদের স্থানীয় সংগঠন নওগাঁ সাহিত্য পরিষদের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

সোমবার (১ডিসেম্বর) সন্ধায় মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টে সাহিত্য পরিষদের আয়োজনে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সংগঠনের সহ-সভাপতি কবি-প্রাবন্ধিক ড.আইয়ুব আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সংস্কৃতিক ব্যক্তিত্ব কয়েস উদ্দীন, সিনিয়র সাংবাদিক নবীর উদ্দীন, কথাসাহিত্যিক রবিউল করিম, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিফাত হোসাইন সবুজ, গল্পকার হাবিব রতন প্রমূখ। সঞ্চালনা করেন কবি রিমন মোরশেদ।

আলোচনা শেষে উপস্থিত কবিবৃেন্দের স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা কেক কেটে বর্ষপূর্তি পালন করেন।