নওগাঁয় গাঁজা সেবনের সময় তিন পুলিশ সদস্য আটক
নওগাঁয় গাঁজা সেবনের সময় তিনজন পুলিশ সদস্যকে আটক করেছে শিক্ষার্থীরা।

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ :নওগাঁয় গাঁজা সেবনের সময় তিনজন পুলিশ সদস্যকে আটক করেছে শিক্ষার্থীরা।
রবিবার সকাল ১০ টার সময় নওগাঁ কে.ডি সরকারি উচ্চ বিদ্যালয়ে পুরাতন হোস্টেল এর সামনে পুলিশের ইনফর্ম পরিহিত কনেষ্টেবল সুজন হোসেন, আলি আলম ও কার্তিক নামে এক পুলিশ সদস্য'কে গাঁজা সেবনের সময় স্কুলের শিক্ষার্থীরা গাঁজাসহ তাদের আটক করে।
উপস্থিত শিক্ষার্থীদের কনেষ্টেবল সুজন ও আলম তাদের সাথে থাকা পিস্তল হাতে নিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাহিদ ফেরদৌস এসে পরিবেশ শান্ত করে পুলিশ সদস্যদের উদ্ধার করে ডিবি পুলিশের হাতে তুলে দেয়।
কে. ডি উচ্চ বিদ্যলয়ের শিক্ষার্থীরা বলেন, প্রায় দিনিই তারা তিন জন পুলিশ সদস্য'রা এসে মাঠের পার্শে পুরাতন ছাত্রাবাসে সামনে এসে নেষা করেন আমরা মাঠে খেলার জন্য আসলে আমাদের পিস্তল দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়াও আমাদের এক ভাইকে কয়েকদিন আগে থাপ্পড় মেরেছে সুজন নামে এক পুলিশ সদস্য। প্রতিদিনের মতো আজকেও তারা মাঠের পাশে এসে গাঁজা সেবন কালে আমরা তাদেরকে গাঁজা সহ আটক করি এ সময় আলম নামে এক পুলিশ সদস্য হাতে কামড় দিয়ে পালিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন।
স্কুলের সহকারী শিক্ষক জাহিদ পারভেজ বলেন, মাদক সেবন কালে শিক্ষার্থীরা তাদেরকে গাঁজা সহকারে আটক করে। আমি নিজে গিয়ে উত্তপ্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে আমাদের অফিসে নিয়ে আসি,পরে থানায় ফোন করলে ডিবি পুলিশ এসে তাদেরকে নিয়ে যায়।
এই বিষয়ে নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করেছে। তাদের বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ থাকায় তাদেরকে সদর হাসপাতালে ডোপ টেষ্টের জন্য পাঠানো হয়েছে। অভিযোগ প্রমানিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি নূর আলম বলেন, তারা মাদকাসক্ত কি-না ডোপ টেষ্টের জন্য পাঠানো হয়েছে, তারা মাদকাসক্ত প্রমানিত হয় তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁ সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার সুবির মুঠোফোনে বলেন, তিনজনকে ডোপটেস্টের জন্য আনা হয়েছিল। কিন্তু তাদেরকে আগামীকাল সকালে আসতে বলা হয়েছে। এছাড়া আমাদের তত্ত্বাবধায়ক স্যারের কাছে নিয়ে গিয়েছিলেন। চারটার পর আসার কারণে তাদের টেস্ট করানো হয়নি।