চাঁপাইনবাবগঞ্জে ২টি বাস'বে সড়ক অব্যবহৃত দীর্ঘদিন
চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয়ে মহাসড়কের যানজট নিরসনে বিশ্বরোড ও শান্তি মোড়ে দুটি বাস'বে সড়ক (RCC) নির্মাণ করে।

কপোত নবী স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয়ে মহাসড়কের যানজট নিরসনে বিশ্বরোড ও শান্তি মোড়ে দুটি বাস'বে সড়ক (RCC) নির্মাণ করে।
কিন্তু নির্মাণের পর দীর্ঘদিন ধরে এটি ব্যবহার না করার ফলে রাজশাহী সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের জেলা শহরের গুরুত্বপূর্ণ বিশ্বরোড মোড় ও শান্তি মোড়ে মুল সড়কে বাস, অটোরিকশা দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করে। ফলে এই দুই মোড়ে প্রায় যানজট লেগেই থাকে।
তাছাড়া বাস'বে সড়ক ব্যবহার না হওয়ায় এখন অনেকটায় বেদখলে রয়েছে। রোববার (৯ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিরাপদ সড়ক আন্দোলন নবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর একদল কর্মী জেলা ট্রাফিক পুলিশের সাথে বিশ্বরোড মোড় ও শান্তি মোড়ের যানজট নিরসনে বাস'বে রাস্তা ব্যবহার করতে বিশ্বরোড মোড়ে রাজশাহীগামী বাস ও অন্যান্য যানবাহনকে মুল সড়কে যাত্রী উঠানামা না করে বাস'বে সড়কে যাত্রী উঠানামা করে চলাচল করতে সচেতন করেন।
এ বিষয়ে দ্বায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর মো.আজিজ বলেন, বিশ্বরোড মোড়ের বাস'বে রাস্তার উপর ঝুকিপূর্ণ বিদ্যুৎ এর তার থাকায় বাস যাতায়াতে ঝুঁকি রয়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে কথা বলে রাস্তার উপর ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার সরানোর পরে বাস'বে সড়কটি ব্যবহার করতে বাস ও অন্যান্য যাত্রীবাহী যানবাহনগুলোকে নির্দেশনা দেয়া হবে।
নিরাপদ সড়ক আন্দোলন এর কর্মী ও পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র জুবায়ের হোসেন পবন জানান, শান্তি মোড় ও বিশ্বরোড মোড়ে যাত্রী উঠানো ও নামানোর জন্য জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্মিত ২টি বাস'বে থাকলেও যানবাহনগুলো এটি ব্যবহার না করার ফলে এ দুটি মোড়ের মুল সড়কে দাঁড়িয়ে যাত্রী উঠানোর ফলে সবসময় যানজট লেগে থাকে। আমরা বাস, অটোরিকশাসহ সব যাত্রীবাহী পরিবহনকে বাস'বে ব্যবহার করে যানজট নিরসনে উদ্বুদ্ধ করতে কাজ করছি।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ট্রাফিক সার্জেন্ট মো. রাকিবুল ইসলামসহ পলিটেকনিক ইনস্টিটিউট এর নিরাপদ সড়ক আন্দোলনের কর্মীরা।