চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ বাংলা মদ আটক 

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনূরা থেকে বিপুল পরিমাণ বাংলা মদ আটক করেছে সেনাবাহিনী

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ বাংলা মদ আটক 

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনূরা থেকে বিপুল পরিমাণ বাংলা মদ আটক করেছে সেনাবাহিনী। 

সেনাবাহিনীর বিশেষ আভিযানে ৯ মার্চ ভোর রাতে বিশেষ কায়দায় গোপন কক্ষে লুকানো অবস্থায় বিপুল পরিমান বোতল জাত, ড্রাম দেশীয় মদ সহ উদ্ধার করলেও আসামীরা পালিয়ে যায়।

উল্লেখ্য, বোতল জাত চোলাই মদ বেচাকেনা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বাসা তল্লাশী করলে ঘরের একটি গোপন কক্ষে থেকে বিপুল পরিমাণ বোতল জাত ও ড্রামে দেশীয় মদ আটক করা হয়। 

জানা যায় বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে এই কক্ষে মজুদ করে তা মাদকসেবীদের কাছে বিক্রয় করা হতো।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত।