চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নার্সিং কলেজের অধ্যক্ষর পদত্যাগ
নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অধ্যক্ষ মসিউর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন অধ্যক্ষ মোহা. মসিউর রহমান। শনিবার (১৭ আগস্ট) দুপুরে নার্সিং ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা ২ ঘণ্টাব্যাপী অবস্থান নিলে পদত্যাগ করেন তিনি।
এর আগে বেলা ১১টা থেকে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অধ্যক্ষ মসিউর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে বিক্ষোভ করেন। এ সময় তারা ইন্সট্রাক্টর ইনচার্জ মসিউর রহমানের পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি এবং তার বিরুদ্ধে নানারকম স্লোগান দেন।
বিকেলে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডা. মাসুদ পারভেজ জানান, নার্সিং ইনস্টিটিউট নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান। আমরা অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের শিক্ষার্থীদের আন্দোলন ও পদত্যাগের বিষয়টি জানিয়েছি। এ বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তবে যতদিন পূর্ণাঙ্গ অধ্যক্ষ (নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ) না আসবে, ততদিন আতিয়া বানু দায়িত্ব পালন করবেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ইন্সটিটিউটের ইনচার্জ মসিউর রহমান এই প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে শিক্ষার্থীদের হোস্টেলে খাবারে অনিয়ম, উপবৃত্তির টাকা আত্মসাৎ এবং বিল-ভাউচার বাণিজ্যসহ প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়াও বিভিন্ন সময়ে তিনি ব্যবহারিক পরীক্ষায় কম দেয়ার ভয় দেখাতেন। ভয়ে মুখ খুলতে পারেননি শিক্ষার্থীরা।