চাঁপাইনবাবগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু
নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার
নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’- এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু হয়েছে। আগামী ৯-১৪ ডিসেম্বর এই কর্মসূচি চলবে।
এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলা ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও এবং সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন- সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পাপিয়া সুলতানা, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নওশিন ইয়াসমিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার শামিমা খাতুন, সাংবাদিক কামাল সুকরানাসহ অন্যরা। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন- সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. কাজী মোহা. সাদিকুল বারী।
বক্তারা মা ও শিশুর মৃত্যু কমাতে বাল্যবিয়ে বন্ধ, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে গর্ভবতী মায়ের নিয়মিত চেকআপ, স্বাভাবিক প্রসব, জন্ম নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।