চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধারসহ গ্রেফতার-৯

চাঁপাইনবাবগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিক্সা চুরির ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া অটোরিক্সা উদ্ধারসহ গ্রেফতার-৯

নিজস্ব প্রতিবেদন: চাঁপাইনবাবগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিক্সা চুরির ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া দুইটি অটোরিক্সাসহ ৪টি অটোরিক্সার ব্যাটারি উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জের হাকিমপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে আজাদ (২৬),নতুন হুজরাপুর গুলাহার পাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে আবু বক্কর সিদ্দীক বাবু (৩২),আরামবাগ গোরস্থান এলাকার আক্তার আলীর ছেলে আনারুল ইসলাম আনার (৪০),আজাইপুর মাঝপাড়ার মৃত তরিকুল ইসলামের ছেলে সবুর আলী পচু (৩৫),রেলবাগান এলাকার মৃত তসলিম আলীর ছেলে হোসেন আলী (৪০),ফকিরপাড়া এলাকার মৃত মুন্টু আলীর ছেলে হাসান আলী (৪৪),আজাইপুর বাগানপাড়ার মৃত আঃ জব্বার আলীর ছেলে মোফুল ইসলাম (৩৮),কল্যাণপুর এলাকার মৃত আঃ রহিম আলীর ছেলে মিলন (৩২), শান্তিরমোড় এলাকার মিজানুর রহমানের ছেলে আউয়াল (৪০)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়।

পুলিশ জানায়,গত ২০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলকী বাগানপাড়ার মো. সাইফুল ইসলামের ছেলে সোহেল রানা (৪০) তার ভাড়ায় চালানো ব্যাটারিচালিত অটোরিক্সাটি চাঁপাইনবাবগঞ্জ কোর্ট মসজিদ সংলগ্ন দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় রেখে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যান। নামাজ শেষে সন্ধ্যা ৭টার দিকে মসজিদ হতে বের হয়ে দেখেন তার অটোরিক্সাটি নেই। তার ধারণা,অটোরিক্সাটি অজ্ঞাত চোর বা চোরেরা চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামী করে একটি চুরি মামলা দায়ের করেন। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ রেজাউল করিম,বিপিএম-সেবা এর সার্বিক দিক নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মতিউর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে একটি চৌকশ টিম তথ্য-উপাত্তের সহায়তায় অভিযান শুরু করে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্নস্থান অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা অটোরিক্সা চুরি ও ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা হতে চুরি হওয়া ২টি অটোরিক্সা (একটির যন্ত্রাংশ খোলা অবস্থায়)সহ ৪টি অটোরিক্সার ব্যাটারি উদ্ধারপূর্বক জব্দ করা হয় এবং আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।