নাচোলে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে, ৫৫০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আবুল হোসেন নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে, ৫৫০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে ২০২৪-২৫ অর্থ বছরে হরিফ-১/২০২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ধানের বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি ও এমপিও১০ কেজি,ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর শুভ উদ্বোধন করেন, নাচোল উপজেলা কৃষি কর্মকর্তা সালেহ্ আকরাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি নাচোল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, কৃষকদের কে ভালো ফলনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
এসময় নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, সাংবাদিক, নাচোল উপজেলার বিভিন্ন এলাকা থেকে আশা কৃষক বৃন্দ সহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।